বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ | Bangladesh navy jobs circular 2022

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ | Bangladesh navy jobs circular 2022

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ প্রকাশ হল এই মাত্র। নাবিক ও এমওডিসি পদে ৮৭০ জনকে নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আমাদের ওয়েব সাইড এ সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি।

আমাদের ফেসবুক পেইজ Jobday24

আমাদের ফেসবুক গ্রুপ Jobday24


Disabled Development Foundation Job circular 2022 | (জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি) দেখুন

Bangladesh navy jobs circular 2022




     বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২


পদের নামঃ নাবিক ও এমওডিসি

শূণ্য পদঃ ৮৭০ টি

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস। বাকি বিস্তারিত দেখুন নিছে বিজ্ঞপ্তিতে।

মাসিক বেতনঃ কতৃক অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী বেতন ও ভাতাদি হবে।

বয়সঃ ০১-০৭-২০২২ ইং তারিখে ১৭ থেকে ২০ বছর থাকতে হবে।

অন্যান্য শর্তাবালিঃ বাংলাদেশের নাগরিক হতে হবে।আর বয়সের কজোন প্রকার এফিটএভিড গ্রহন যোগ্য হবে না। অবশ্যই প্রার্থীকে সাতার জানতে হবে।


কর কমিশনারের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Taxes Zone Rajshahi job circular 2022 দেখুন


প্রয়োজনীয় শর্তাবলিঃ


১। নাম, পিতা ও মাতার না্‌ বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারি্‌ শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও অভিজ্ঞতার বর্ণনা সহ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত ছবি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও প্রথম  স্মশ্ন্টরেণির সরকারি কর্মকর্তা কতৃক চারিত্রিক সন্দপত্রসহ দরখাস্থ (মোবাইল নম্বর ও ইমেইল উল্লেখসহ) আগামী ১৫ ডিসেম্বর ২০২১ তারিখের মদ্ধে কমান্ডান্ট,  বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা চট্টগ্রাম এর বরাবরে ডাকযোগে অথবা স্বহস্তে পৌঁছাতে হবে।


২। যাচাই-বাছাই শেষে শুধুমাত্র সঠিক আবেদনপত্র সমূহের প্রার্থীগণ লিখিত ১০০ নম্বরের (ইংরেজি ৩০ ও সংশ্লিষ্ট বিষয়ে ৭০) পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষায় অংশগ্রহণকারী গনকে প্রবেশপত্র সহ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে mistbna@navy.mill.bd ইমেইল পাঠাতে হবে।


৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল বাংলাদেশ নেভাল একাডেমি নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে www.bna.navaymill.bd প্রকাশ করা হবে।


৪। নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কেবলমাত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এ ব্যাপারে প্রার্থীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।


৫। প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন সম্পর্ন করতে হবে।


Dhaka Electric Supply Company Limited Job Circular 2022 । ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে (ডেসকো) বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে দেখুন


বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২


আবেদন করার পদ্ধতিঃ 

https://joinnavy.navy.mil.bd/ এই ওয়েব সাইড এর মাধ্যমে আবেদন করতে হবে।


How to transfer money from payoneer to bkash | কী ভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যায় বা যাবে ? দেখুন

0 Comments