সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(General Ansar Recruitment Circular 2022)
সাধারণ আনসার পদে দেশব্যাপী লোকবল নিয়োগ দেবে আনসার ভিডিপি ।সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( সার্কুলার ) প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি)।উল্লেখ্য, অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারি নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আমরা সকল ধরনের সবকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।
আমাদের ফেসবুক পেইজ Jobday24
আমাদের ফেসবুক গ্রুপ Jobday24
Ministry of Land Recruitment Circular 2022(ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পদ সংখ্যা ৪৫০ টি) দেখুন
সাধারণ আনসার পদে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের (http://ansarvdp.gov.bd) মাধ্যমে ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে।
সাধারণ আনসার পদে চাকরি ২০২২
পদের নামঃ সাধারণ আনসার।
শিক্ষগত যোগ্যতাঃ ন্যূনতম জেএসসি বা সমমান।
আবেদন শুরুঃ ২০-০২-২০২২ ইং।
আবেদন শেষঃ ২৮-০২-২০২২ ইং।
আবেদনের লিংক অনলাইনেঃ http://ansarvdp.gov.bd/
আবেদনের যোগ্যতাঃ
১। জেএসসি বা সমমান পাশ হতে হবে।
২। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা হতে হবে।
৩। ৩০/৩২ ইঞ্চি বুকের মাপ হতে হবে।
৪। ৬/৬ দৃষ্টি শক্তি।
৫। বয়সসীমা : ১৮-৩০ বছর। ২৭-২-২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও ২৮-২-২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ | Bangladesh navy jobs circular 2022 দেখুন
আবেদন ফিঃ ২০০ টাকা (বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে)
মাসিক বেতন ও সুযোগ সবিধাঃ প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন সমতল এলাকার জন্য ১৩০৫০ টাকা, পার্বত্য এলাকায় ১৪২০০ টাকা।প্রতি বছর উৎসব ভাতা (৯৭৫০ টাকা) পাওয়া যাবে ২ বার।রেশন ও আর্থিক সহায়তা।
নিয়োগ পরীক্ষাঃ রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লা) অধীনে ৩২টি জেলার নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
0 Comments