Good income in less time how to make passive income on fiverr 2022 । ফাইভারে ইনকাম করে লাখ পতি
ইন্টারনেটে থেকে ইনাকামের ভালো সাইট হলো ফাইভার মার্কেটপ্লেস। আনেকেই ফাইভারের কথা শুনেছেন আবার শুনেন নি। অনলাইন এবং অফলাইন উভয় ধরনের কাজই ফাইভারে করা যায় । ফাইবারে বড় ছোট আনেক সকল ধরনে কাজ পাওয়া যায়। এখানে আপনি কাজ করতেও পারবেন আবার কাজ করিয়েও নিতে পারবেন । মোট কথা যা ইচ্ছা তাই কারতে । মানে হলো মদ বেছে দুধ ও খেতে পারবেন । মজা করলাম কিছু মনে করবে না।
ক্লায়েন্টদের আকর্ষণ করার জন্য Fiverr এর প্রচার ক্রমাগত বাড়তে থাকে, সু-সংবাদটি হল যে ডিজিটাল পরিষেবার জন্য বিশ্ব বাজারে আপনি যে পরিষেবাগুলি অফার করেন তার জন্য আরও বেশি চাহিদা রয়েছে ফাইবারে ৷ Fiverr এ আপনি আনেক উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। অবশ্যই, মনে হতে পারে আপনি খুব বেশি অর্থপ্রদান করছেন না কিন্তু আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে এই পরিষেবাগুলিকে নক আউট করতে সক্ষম হন এবং মূল্যবান সময় দিয়ে কষ্ট করতে সক্ষম হন, তবে Fiverr থেকে আনেক টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ ।
Fiverr এ কাজ কী ভাবে করতে হয় তা আপনার মাথায় ঘুর পাক খাচ্ছে তাই না? তাহলে চিন্তার কোনা করন নেই । আপনার মাথায় আমি শক্ত করে বেধে রাখতেছি যেন আর ঘুর পাক না খায়। হা হা হা , মূল কথায় চলে আসি। প্রথমে আপনার একটা Fiverr.com গিগে একাউন্ট খুলতে হবে । তারপর ফাইবারে গিগ খুলতে হয়। আপনার মাথায় আবার প্রশ্ন, গিগ টা আবার কী? এটা মাথা দেয় না খায়। গিগ মাথায় দেয়ও না খায়ও না । মনে করুন,আপনি একটা দোকান দিবেন এখন দোকানে কিছু মলামাল তো তুলতে হবেই । যে গুলো আপনি বিক্রি করবে না । সেরুপ গিগ টা হচ্ছে আপনার দোকানে মালামাল। আপনি যে কাজটি ভালো পারেন সেটার উপর একটা গিগ খুলবে । দায়া করে আপনি কাজ না শিখে Fiverr.com একাউন্ট খুলবে না । তাহলে আপনি কাজ করতে পারবে না বরং অন্যদের ক্ষতি করে দিবেন যারা ভালো কাজ পারে ।
এবার চলুন কী কী উপায়ে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন?
How to income in youtube channels | কি ভাবে ইউটিউব চ্যালেন থেকে ইনকাম করতে হয় সহজে শিখুন দেখুন
০১। ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং টা হলো বাংলায় যদি আপনাকে বোঝাতে যাই তাহলে বিষয়টি হচ্ছে। হকার কে চিনেন কী ভাবে পন্য বিক্রি করে সে বিষয়টি কি কিছুটা বোঝায়। তবে ডিজিটাল মার্কেটিং করতে হকারের মতো এত বক বক করতে হবে না । আর আপনাকে রাস্তায়ও নামতে হবে না । আপনি যা করবে তা ঘরে বসে থেকেই করতে পারবেন ।
আপনার কাজ হবে পন্যের প্রচার করা । আপনার ক্লাইন্ট আপনাকে বলবে তার পন্যের প্রাচার কারতে আপনাকে যা করতে হবে । গুগোল,ফেসবুক, টুইটার এইসব সাইটে প্রচার করতে হবে । সেটা আপনি অ্যাডস পোস্টে করেও করতে পারেন । অ্যাডস পোস্ট করার জন্য টাকার প্রয়োজন হবে । সেটা আপনার ক্লাইন্ট আপনাকে দিয়ে দিবে চিন্তার কোন কারন নেই ।
০২। ওয়েব ডিজিইন
ওয়েব ডিজিইন হলো আপনি যে আমার এই সাইটে এসে লেখা গুলো পড়তেছেন খুব সুন্দর সাইটিকে দেখতেছেন। তা একজন ওয়েব ডিজিইনার করে দিয়েছে । একজন দক্ষ ওয়েব ডিজিইনার হতে হলে আপনাকে HTML,CSS,Javascript একটু ভালো করে শিখতে হবে । তা হলেই আপনি মাস ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন । কম শিখে বেশি আশা মোটও করতে যাবে না তাহলে বিপদে পরে যাবে না ।
০৩। ওয়েব ডেভেলপমেন্ট
ওয়েব এর ভিতরে কাজ গুলো মূলতো Back-end Developer করে থাকে । যেমন, ফেসবুকে আমার যদি একটা লাইক দেই সেটা সো করে দেখায় সেই কাজ গুলোই হচ্ছে Back-end Developer এর কাজ।
০৪ । গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন সেক্টর টা আনেক বড় এই সেক্টরে আনেক কাজ করতে পারবে না আপনি । যেমন আমার যে বই গুলো দিয়ে পড়া শুনা করি তার উপরে কোভার পেজ এ বিভিন্ন ধরনে ডিজাইন কার থাকে সে গুলো করে থাকে একজন গ্রাফিক্স ডিজাইনার । গ্রাফিক্স ডিজাইন একটা মেজর নিস তার আনেক সাব নিস রয়েছে । যেমন, টি-শার্ট ডিজিইন, ফ্লায়ার ডিজিইন, কভার পেজ ডিজাইন, ইত্যাদি ।
কী ভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবো? How to online Income at home দেখুন
আজকের থাক আনকে হলো পররে পর্ব পড়ুন
0 Comments