কী ভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবো? How to online Income at home

 কী ভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবো? বর্তমানে ঘরে বসে ইনকাম  সবাই করতে চায়। কিন্তু কি ভাবে করতে হবে তা অনেকেই জানে না কেউ কেউ জানলেও তা কাজে লাগাতে পারে না।  

কী ভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবো





আজকে যদি আপনি পুরো লেখা-গুলো পড়েন  ইনশাআল্লাহ আপনিও সবার মতো ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 


তাহলে চলুন শুর করা যাক আনেক বক বক করলাম। এর জন্য সরি। 


অনলাইন থেকে ইনকামের জন্য কী কী লাগবে বা কেমন শিক্ষা যোগ্যতা লাগতে পারে? সকলের মনে প্রশ্ন আসতে পারে চিন্তার কোন কারন নেই সব কিছু বলে দিচ্ছি।



আপনার কেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না অনলাইনে ইনকামের জন্য।  এখন কথায় আসি কী কী লাগবে? 


আপনার কাজের উপর নির্ভর করবে তা চলুন অনলাইন থেকে কোন কোন উপায়ে ইনকাম করা যায় তা আগে জানার দরকার তাই সে গুলো আগে জানি তাহলে বুঝতে পারবেন। 



অনলাইন থেকে আমরা কয়েক উপায়ে ইনকাম করতে পারি সে কি কি.? 



১. ইউটিউবঃ আপনারা সবাই এই বিনোদন মাধ্যম টি ব্যবহার করে থাকেন।  অনেকেই জানেন হয়তো বা আাবর আনেকই জানেন না youtube থেকেও ইনকাম করা যায়। হ্যা আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে আপনি মাসে ১০হাজার থেকে শুরু করে ১লাখ টাকাও ইনকাম করতে পারবেন।  শুনতে মনে হয় আবাক লাগতেছে এতে আবাক হওয়ার কিছু নেই আপনি যদি কঠোর পরিশ্রমি হয়ে থাকেন তাহলে আপনিও পারবেন ইনশাআল্লাহ।  


কি কি লাগবে একজন সফল ইউটিউবার হতে গেলে.? 


উত্তরঃ বেশি কিছ লাগবে না আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে তা করতে পারবেন। 


কি ভাবে করবো.?


উত্তরঃ এর সব কিছু আপনি ইউটিউবেই পাবেন তাও আমি কিছু জিনিস বলে দিচ্ছি।


আপনাদের আন্য ইউটিউবারদের ফলো করতে পারেন তারা কি ভাবে ভিডিও বানাছে।  ইচ্ছা করলে আমাদের চ্যালেন ফলো করতে পারেন www.youtube.com/fixcoder24। প্রথমে আপনাকে ১মাস ভালো করে ইউটিউবের সকল খুটিনাটি  জানতে হবে।  

ইউটিউবের কিছু রুলস বা পলেসি আছে সে গুলো মনে কাজ করতে হবে।  কপিরাইট কন্টেট নিয়ে কাজ করা যাবে না। কপিরাইট মানে হলো অন্য আর একজনের ভিডিও সেটা আপনার বলে চালিয়ে দিতে পারবে না। 


তাহলে উপায় কি? উপায় আনেক আছে আপনি যে জীনিস টা বেশি ভালো পারেন সেটা নিয়ে ভিডিও বানান তাহলেই সফলতা পাবেন।  


শুধু ভিডিও বানালেই হবে না।  আপনাকে আরও আনেক কিছু জানতে হবে। 


যেমন ইউটিউব মনিটাইযেশন অন করতে হলে আপনাকে যে কোন এক বছরের মধ্যে ১০০০হাজার Subscriber লাগবে তার সাথে ৪০০০ ঘন্টা ওয়াজ টাইম লাগবে। 


এটি খুব সহজে করতে পারবেন।  এই শর্তটি পূরন হয়ে গেলে আপনি হাগার হাগার ডলার ইনকাম শুরু করে দিবেন।


তবে আপনাকে একটিভ থাকতে হবে।  এক দিন ভিডিও দিয়ে ১০দিন খবর নেই এটা করলে ইনকাম করা তো দূরে থাক আপনি ১০০ Subscribe ও পাবেন না। 


মোট কথা আপনাকে লগে থাকতে হবে প্রতিদিন না পারলেও একদিন পর একদিন ভিডিও আপলোড করতে হবে। তহলেই সফল হতে পারবেন ইনশাআল্লাহ।


সবধান বাংলার জগা পানি খিচুরির মতো ভিডিও চ্যালেনে ছাড়লে হবে না। আপনাকে যে কোন একটি নিস নিয়ে কাজ করতে হবে। 


মনে করুন আজকে গান, কালকে, টেক ইত্যাদি এইরকম টা করা যাবে না। নিস বেচে নিয়ে সেই টপিস নিয়ে ভিডিও বানাতে হবে।  


ভাই লিখতে লিখতে আমি হাপিয়ে গেছি মনে আপনারও পড়তে পড়তে বিরক্ত লাগতেছে তাহলে আজকে থাক। পরের পর্বে বাকি গুলো পড়িয়েন।  



0 Comments