How to transfer money from payoneer to bkash | কী ভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যায় বা যাবে ?
সেই বিষয় টি আজকে আলোচনা করবো। তো পেওনিয়ার টা কী? পেওনিয়ার টা হলো
আমরা যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু পেমেন্ট বাংলাদেশে নিয়ে আসাতে আনেক কষ্ট হয়ে থাকে । আমাদের আর কোন চিন্তা নেই কারন এখন payoneer to bkash সে পেমেন্ট করা যাবে । আপনি সর্ব নিম্ন ১২ ডলার হলেই বিকাশে টাকা আনতে পারবো । আর ব্যাংক একাউন্টে প্রোয়োজন হবে না ।
কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু টাকা আসবে আপনার বিকাশ একাউন্টে খুব সহজ কিছু ধাপ ফলো করলে । তাহলে চলুন আমার মূল আলোচানায় চলে আসি ।
how to create payoneer account in bangladesh খুলতে হয় ভিডিও দেখুন খুলে নিন দেখুন
ফ্রিল্যান্সাররা এখন খুব সহজে তাদের টাকা হতে পাবে। এই তো কিছু দিন আগে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ এর সাথে পেওনিয়ার চুক্তি হয়েছে। এটা আমাদের বিরাট খুশি খবর । পেওনিয়ারের ডলার কীভাবে বিকাশে নিতে হয় তা নিছে দেখানো হলো।
কী ভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবো? How to online Income at home দেখুন
ফ্রিল্যান্সাররা প্রতি লেনদেনে 2% বোনাস। যখন একজন বিকাশ গ্রাহক পাইওনিয়ার থেকে একটি বিকাশ অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেন, তখন তারা প্রতিটি লেনদেনে ফ্ল্যাট দুই শতাংশ তাত্ক্ষণিক বোনাস পান। তবে অফারটি 10 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ 2022 পর্যন্ত চলবে৷ অন্যদিকে, অফার চলাকালীন লেনদেনের কোনও সীমা নেই৷
প্রতি লেনদেনে 2% বোনাস অফারের বিবরণ
যখন একজন বিকাশ গ্রাহক পাইওনিয়ার থেকে একটি বিকাশ অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেন, তখন তারা প্রতি লেনদেনে ফ্ল্যাট 2% তাত্ক্ষণিক বোনাস পান।
অফারটি 10 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ, 2022 পর্যন্ত চলবে।
যে যে নিয়মে টাকা বিকাশে আনতে হবে
০১। সর্বপ্রথম আপনার বিকাশ নম্বর আর পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপ এ লগইন করুন।
০২। এরপর যা করতে হবে আপনার এইরকম ইন্টারফেসটি আসবে সেখানে “More” বা “আরও” অপশনে ক্লিক করবো আমরা ।
০৩। পরবর্তীতে সেবাসমূহ থেকে রেমিটেন্স অপশন এ আমরা সিলেক্ট করবো বা ক্লিক করবো ।
০৪। এবার আমরা পেওনিয়ার অপশন সিলেক্ট করবো ।
০৫। আপনার যদি পেওনিয়ার একাউন্ট খোলা না থাকলে আপনি একাউন্ট খুলতে পারবেন ভিডিও দেখে খুলুন । আর আপনার একাউন্ট খোলা থাকলে আপনার পেওনিয়ার একাউন্টে লগইন করুন অপশনে ক্লিক ।
০৭। আপনার পেওনিয়ার একাউন্ট লগ ইন ডিটেলস দিয়ে লগইন করুন ।
০৮। এখন আমাদের Agree বাটনে ক্লিক করবো এতে করে আমাদের পেওনিয়াররে সাতে বিকাশ একাউন্ট যোগ হয়ে যাবে ।
০৯। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করবো।
১০। আমাদের যদি সব কিছু ঠিক ঠাক থাকে তাহেল আমার এই রকম দেখতে পারবো।
Disabled Development Foundation Job circular 2022 | (জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি) দেখুন
১১। এবার আমরা কিছু টাকা বিকাশে নিব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন ১২ ডলার নিচে টাকা তুলতে পারবো না । টাকা তুলার জন্য টাকার পরিমান দিয়ে আমার এগিয়ে যান এ ক্লিক করবো ।
১২। এবার আমদের সমনে এই রকম ইন্টফেস চলে আসবে । তারপর আমার এগিয়ে যান এখানে ক্লিক করবো।
১৩। ক্লিক করা সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের টাকা বিকাশে চলে এসে গেলো।
তো আজকে এতটু্কুই কোন সমস্যা হলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে মেসেস দিন। jobday24 ফেসবুকে সার্চ করুন আমাদের ফেসবুক পেজ এবং গুপ পেয়ে যাবে।
0 Comments