Short ess time how to make passive income on online 2022 । ফাইভারে ইনকাম করে লাখ পতি ২০২২

আগামী পর্বে আমার আনেক কিছু আলোচনা করেছি। আপনারা যদি সেটা পড়ে না থাকেন তাহলে তারাতারি পড়ে ফেলুন পড়ুন



Good income in less time how to make passive income on fiverr 2022 ফাইভারে ইনকাম করে লাখ পতি (1)





আজকের  পর্বে আমার Fiverr.com থেকে ইনকামের পর্বটা শেষ করে দিবো। প্রথমে ভালো করে শিখন তারপর ইনকাম এর কথা চিন্তা করুন। ভালো করে না শিখে ইনকাম করতে আসবে তো হতাশায় ভুগবে। সো আমি আবারও বলতেছি ভালো করে শিখুন। ভালো করে শিখতে পারলে মাসে লাখ টাকা ইনকাম করা কোন ব্যাপার না তার জন্য কাজ জানতে হবে। আপনার কথা চিন্তা করে দেখুন তো


০৫। এসইও


এসিও আবার কি? রুমের এসি ঠিক করারা কাজ নাকি..? হা হা হা না সেটা না ভাই। SEO এর ফুল অর্থ হলো Search Engine Optimization. এর মধ্যমে আমারা আমাদের সাইটিকে গুগলের সমানে নিয়ে আসবো।


০৬। ভিডিও এডিটিং 


বর্তমান মানে ইউটিউব ও ফেসবুক সব সোশাল সাইটে ভিডিও চাহিদা বেড়ে গিয়েছে। আপনি যদি একজন দক্ষ এডিটর হতে পারে তাহলে ভাবুন আপনার কতটা চাহিদা আছে মার্কেটে। তাই ভাই আমি বার বার বলি কাজ আগে ভালো করে শিখুন তারপর কাজ করবেন তাহলেই সফলতা পাবেন । 


০৭। ডাটা এন্টি


ডাটা এন্টি কাজ খুব সহজ হয়ে থাকে । এই কাজ করা জন্য আপনার বেশি কিছু জানা লাগবে না । শুধু মাত্র আপনি যদি কম্পিউটার ব্যবহার করতে জানেন তাহলেই আপনি এই কাজ করতে পারবেন। Data-Entry শেখার জন্য আপনকে বড় জোট ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে ।


০৯। Ui-Ux Design 


Ui-Ux Design বর্তমানে খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেছে। আপনি যদি একজন Ui-Ux Designer হতে পারেন তাহেল আমি বলতেছি আপনি এত পরিমান ইনকাম করতে পারবেন তা আপনি নিজেও কল্পনা করতে পারবে না। তবে বারাবর আমার কথা একটাই ভালো করে কাজ না শিখলে নেট খরচের টাকা টাও ইনকাম করতে পারবে না। এই কাজ টি শিখতে গেলে আপনাকে আনেক চালাক হতে হবে । নতুন নতুন ডিজাইন করার ক্ষমা রাখতে হবে । আপনি যদি ভালো সময় নিয়ে কাজ শিখতে পারনে তাহলে তো কোন কথাই নেই ।


How to income in youtube channels | কি ভাবে ইউটিউব চ্যালেন থেকে ইনকাম করতে হয় সহজে শিখুন পড়ুন


১০। মোবাইল এপস ডেভেলোপার 


আপনার হতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করতে গেলে কোন না কোন আপস এর প্রয়োজন হবেই । মোবাইলের আপস ছাড়া একটা মোবাইল চালাতে পারবে না । আর সব জায়গায় মোবাইল আপস ডেভেলোপারদের চাহিদা বেড়েই চলতেছে । তাই আপনি যদি নিজেকে একজন দক্ষ ডেভেলোপার করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার আনেক ভালো হবে । একজন দক্ষ ডেভেলোপার হতে গেলে আপনাকে প্রতিদিন ৬-৭ ঘন্টা সময় দিয়ে ১বছর কাজ শিখতে হবে । তারপরও আপনি দক্ষ হবেন কী তা বলা যাচ্ছে না । কারন সময় গেলেতেই হবে না আপনি যদি কাজ শিখতে না পারেন ।


আজকের পর্ব আর বড় করবো না এখানেই শেষ করে দিব। কিন্তু শেষ করার আগে কিছু কথা বলবো যে গুলো আনেক গুরুত্বপূর্ন আপনি যদি এতক্ষন ধর্য ধরে পাড়ে থাকেন তাহলে আপনি ইনকাম করতে পারবে আমি বলতেছি । আর যারা এই শেষ পর্যন্ত আসতে পারেনি তাদের দ্বারা কিছু করা সম্ভব হবে না । একটা কথা সব সময় মনে রাখবেন শেষ থেকে শুরু । আমি বলবো আপনি হাতাশ হবে না কখন । গুরুত্ব সহ কাজ শিখতে থাকানু একদিন না একদিন সফলতা আসবেই । আর আপনি হতাশ হয়ে গেলে কিছুই করতে পারবে না । আপনি ভাবতে পারেন যে এতসময় নিয়ে কাজ শিখবো আমি সফলতা পাবো কী না । আমার উত্তর ১ বছর কাজ শিখে আপনি ১মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন । একটা কথা আমি ভুলে গিয়েছি বলতে সেটা হলো আপনি যদি একজন Student হয়ে থাকেন তাহলে আমার একান্ত মতা মত হলো আপনি আগে কাজ শিখুন কাজ করার কথা মোটও ভাবেন না । পড়ুশুনা ভালো করেন তার মাঝে মাঝে যে ফ্রী সময় টা পাবেন সেই সময় এই কাজ গুলোর যে আপনি ভালো পারেন সেটা শিখবেন। 


তাহলে কী হবে আপনার পড়া-লেখাও নষ্ট হবে না আর আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন পরে আপনি চাকরিও করতে পারবেন আর এটাও ।


খুব সহজে ইনকাম করুন ঘরে বসে পড়ুন



তো আজকে এখানেই শেষ আমাদের জন্য দোয়া করবে না । আমরা যেন আপনাদের জন্য আরও ভালো কিছু লিখতে পারি । jobday24.com এর পাশে থাকবেন সব সময় । আল্লাহ হাফেজ


আমাদের সাথে যোগাযোগ করতে 


FB Page: https://www.facebook.com/jobday24


FB Groups: https://www.facebook.com/groups/jobday24


Personal Profile Siraj: https:www.facebook.com/codersiraj


Personal Profile Fahim: https://www.facebook.com/farizamdfahim.ajmal


0 Comments