আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকের আমরা আলোচনা করবো কী ভাবে ফেসবুক থেকে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম কার যায়।
শুরুতে সবাইকে জানাচ্ছি jobday24.com এর পক্ষ থেকে স্বাগতম।
এ ভাই থামেন ঘুমিয়ে ঘুমিয়ে আবার ইনকাম হয় নাকি আবার?🙄
আপনি হয়তো ভাবতেছেন আমি পাগল হয়ে গেছি আজকে😄😄 না না না এমন টা ভবতে জাবেন না। আমরা যুক্তি দিয়ে সবকিছু আলোচনা করার চেষ্টা করবো।
How to make money online no time loss Facebook Income ঘরে বসে ফেসবুক থেকে ইনকাম
তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব আজকে ফেসবুক থেকে ইকাম কি ভাবে করবো সেটা জানবে।
প্রশ্নঃ কি কি লাগবে ফেসবুক থেকে ইনকাম করতে.?
উত্তরঃ বেশি কিছু লাগবে না। আপনার হাতে থাকা মোবাইল টি থাকলেই চলবে। আর ফেসবুক এর কিছু জিনিস জানা লাগবে। আর হ্যা আপনার FB Page থাকতে হবে। এখন ভাবতে পারেন এতো কিছু কি ভাবে করবো আমি এসব তো আমি কিছুই বুঝিনা। আমি জানি আপনি এটাই ভাবতেছেন কোন সমস্যা নেই সব কিছুই আমি বলে দিবো।
১। আপনার হতের মোবাইল ফোনের ক্যামেরা মোটামুটি ভালো হলেই চলবে।
২। তারপর নেট লাগবে যা আপনার ফোনে সব সময়ই থাকে। এতে কোন সমস্যা না হওয়ারই কথা।
৩। হালকা কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে। যেন ভিডিওতে কথা বলতে পারেন শুরু দিক কিছু টা সমস্যা হবে তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনে রাখবেন কেউ একদিনে বড় হয়নি। আপনি যত বেশি কাজ করবেন আপনার যোগ্যতা ততো বেশি বড়তেই থাকবে।
৪। টুক টাক কথা বলার মতো লিখতে হবে যেন মানুষ আপনার দিকে বেশি আর্কষণ করে।
Good income in less time how to make passive income on fiverr 2022 । ফাইভারে ইনকাম করে লাখ পতি দেখুন
ফেসবুক এর মধ্যমে আপনি ৩টি উপায়ে ইনকাম করতে পারবে। তাহলে চলুন আমরা এখন সে গুলো জানি।
১। ফেসবুকের মধ্যমে পন্য বেচে ইনকাম।
ফেসবুক হলো বিশ্বে সব চেয়ে জনপ্রিয় সোসাল মিডিয়া। এখনে এখন সবার একটা করে হলেও একাউন্ট আছে। আপনি সারা দিন রাত মেসেস,লাইক, কমেন্ট নিয়ে ব্যাস্ত থাকেন। আর অন্যের ভিডিও লাইক কমেন্ট করে তার ইনকামের ব্যবস্খ করে দেন।
ফেসবুক থেকে পন্য বেচে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার একটি পোফেসোনাল Facebook Page এর প্রয়োজন হবে। Proposal Facebook Page কী ভাবে খুলতে হয় তার উপর আমার একটি ভিডিও করা আছে চাইলে দেখতে পারেন ইউটিউব এ গিয়ে সার্চ করুন Siraj Itbd লিখে তারপর আমার চ্যালেন আসবে। ভিডিতে তে ক্লিক করে ভিডিওটি খুজে বের করুন এবং পুরু ভিডিও টি ভালে করে দেখন।
আনেকই এবার বলবে লিংক দিলে তো ভালো হতো। না আপনারা কেনও ইনকাম করতে পারেন না জাননেন আমরা সবাই আনেক আলস। কেউ যদি আমাদের মুখে ভাত প্রতিদিন তুলে দেয় তাহলে আরও ভালো হয়। একটু কষ্ট করতে শিখিন। একটা কথা মাথায় রাখবেন কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। তাই কষ্টে করলে আপনিও সবার মতো হাজারও টাকা ইনকাম করতে পারবেন।
আনেক বক বক করলাম সেটা আপনাদের ভালোর জন্যই যাই হোক মূল টপিস এ আসি আমার। আমাদের একটা পেজ হলো এখন কি করবো.? আপনাদের পন্য সিলেক্ট করবে যে আপনি কি নিয়ে বিজনেস করবেন। আনেক কিছুই আছে যেটা লাভজনক হবে সেটা নিয়ে করতে পারেন। পন্য সিলেক্টেড হয়ে গেলে এখন আপনি ২টি উপায়ে মাকের্টিং করে আপনার পন্য বিক্রি করতে পারবেন৷
১। পেইড মেথড
২। ফ্রী মেথড
পেইড মেথডের সুবিধাঃ
আপনাকে কোন প্রাকার কষ্ট করতে হবে না। যা কষ্ট করার ফেসবুক নিজেই করবে। আপনি শুধু বসে বসে মনিটরিং করবেন। এটাকে বলে Facebook paid Ads postings য়ার মাধ্যমে আধিক সেলস পাওয়া যায়।
পেইড মেথডের আসুবিধাঃ
ব্যায় বহুল। মনে হলে আপনাকে টাকা দিয়ে Facebook Ads Posting করতে হবে। নতুনদের জন্য একটু কষ্ট কর। তবে সফলতা খুব তারাতারিই পাওয়া যায়।
ফ্রী মেথডের সুবিধাঃ
কোন প্রকার টাকা ব্যায় হবে না। ইচ্চা মতো কাজ করতে পারবেন। আপনাকে বিভিন্ন গুপে গিয়ে মার্কেটিং করতে হবে। মানে হলো পোস্ট করতে কমেন্ট করতে হবে।
ফ্রী মেথডের আসুবিধাঃ
আনেক কষ্ট করতে হবে। সহজে সেল করতে পারবেন না। সব সময় কাজ করে যতে হবে। কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রমি হয়ে থাকেন তাহলে সফল হবেনই। করান আমরা আনেক কষ্ট করেছি তাই মাস গেলে কিছু টাকা পকেটে নিতে পাচ্ছি।
২। ফেসবুকের মধ্যমে ভিডিও বানিয়ে।
আপনি হয়তো বা জানেন কি না। তা জানি না ইউটিউবে মতে কিন্তু ফেসবুক থেকেও ভিডিও বানিয়ে ইনকাম করা যায়। আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই আপনি ভালো ভিডিও করতে পারেন। বড় বড় হাতির মতো DSLR ক্যামেরা লাগবে না।
আপনার মাথা এখন প্রশ্ন আসতে পারে কি ভিডিও আবার আমি বানাবো?
উত্তরঃ আপনি যেটা ভালো পারেন সেটা নিয়েই ভিডিও বানাতে পারেন। এতে করে আপনার সেই কাজটি শেখাও হচ্ছে এবং মজাই মজাই কাজটিও করতে পারবেন। যদি আপনার ভালো না লাগে কোন কাজ এ তাহলে সেই কাজ আপনি বেশিদিন করতে পারবে না। আর যদি কাজে মজা লাগে সেই কাজ করতে আপনার আনেক ভালো লাগবে।
কিছু ভিডিও বানানো আইডিয়া দিচ্ছি আমি।
১. টেক ভিডিও
২. ভিডিও ব্লগিং
৩. ফানি ভিডিও
৪. শিক্ষাদান
৫. রান্না
৬. খামার থাকলে পশু পাখি পালন করারা ভিডিও ইত্যাদি
এছাড়াও এই কাজ গুলো আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি বিভিন্ন ভাবে Freelancing করে ইনকাম করতে পারবেন।
২।Affiliates marketing
এটি কী ভাবে কাজ করে আসুন সেটা আগে জানি। মনে করুন আপনার একটি কোম্পানি আছে সেখানে আনেক পন্য সেল করতে হবে। আপনিতো আর একাই এইসব পন্য সেল করতে পারবে না। তাই আপনার আনেক কর্মীর দরকার। আপনি আন্যর পন্য বিক্রি করবেন। তার বিনিময় টাকা পাবেন।
আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন।
0 Comments